ময়মনসিংহের ভালুকায় দুটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) মাইনউদ্দিন। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রতিফলন কোচিং সেন্টার ও ২ নং ওয়ার্ডের ইডেন ব্রাইড কোচিং সেন্টারে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনামাফিক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে ওই দুটি কোচিং সেন্টারসহ বেশ কয়েকটি কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিক্ষার্থীদের কোচিং করানোর অভিযোগ রয়েছে। ঘটনার দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন প্রতিফলন কোচিং সেন্টারের পরিচালক মো. মোক্তার হোসেনকে ও ইডেন ব্রাইড কোচিং সেন্টার পরিচালক তাপস কুমার দেবনাথকে আটক করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন জানান, ‘সরকারি আদেশ অমান্য করায় প্রতিফলন কোচিং সেন্টারের পরিচালক মো. মোক্তার হোসেনের কাছ থেকে ৫ হাজার ও ইডেন ব্রাইড কোচিং সেন্টারের পরিচালক তাপস কুমার দেবনাথের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’
বিডি প্রতিদিন/ফারজানা