চিরকুটে প্রেমিককে দায়ী করে বগুড়ায় জলি খাতুন (২১) নামে এক কলেজছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পরে শহরের কামারগাড়ি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কলেজছাত্রীর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আত্মহননকারী ছাত্রী সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গণিত ২য় বর্ষের ছাত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে শহরের কামারগাড়ি এলাকার মুগ্ধ ছাত্রীনিবাস থেকে জলি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। জলি খাতুন ছাত্রীনিবাসের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তার মরদেহ উদ্ধারকালে তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যাতে তার মৃত্যুর কারণ হিসেবে তার প্রেমিককে দায়ী করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রেমিকের নাম প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।
বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর