ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ হলরুমে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
২০১৯ সালে যারা ভোটার হয়েছেন, তাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান রেজাউল করিম রাজা বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমি সব সময় আমার ইউনিয়নবাসীর পাশে আছি। করোনা, বন্যা ও শীতে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। সরকারি সকল সুযোগ-সুবিধা আমার ইউনিয়নবাসী পাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই