বেইলি ব্রিজ ভেঙে রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ চার জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে রাঙামাটি ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার শেষ সীমানা ও বান্দবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় মালবাহী একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে যায়। এতে মালবাহী ট্রাকটি খালে পড়ে চালকসহ চার জন আহত হয়েছেন।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলে উদ্দিন চৌধুরী জানান, বান্দরবান রাঙামাটি সড়কের ৩২ কিলোমিটার এলাকায় অতিরিক্ত মালবাহী একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খুব দ্রুত সড়কটি চালু করার চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন