বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লীতে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাকিল হাওলাদার (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে একটি রেইনট্রি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিল উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের আ. হালিম হাওলাদারের ছেলে।
শাকিলের বাবা আ. হালিম জানান, কয়েকদিন ধরে শাকিলের সাথে তার স্ত্রীর মান-অভিমান চলছিল। সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়ি যায়। ধারণা করা হচ্ছে স্ত্রীর ওপর অভিমান করে বুধবার দিবাগত রাতে গাছের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আত্মহত্যার কারণ জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই