বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কদিমপাড়াস্থ মরহুমের সমাধিস্থলে স্মরণ সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মমতাজ উদ্দিনের মৃত্যুতে শুধু আওয়ামী লীগ নয় বগুড়াবাসী তাদের অভিভাবককে হারিয়েছে। তার শুন্যতা কখনো পূরণ হবার নয়।
বিডি প্রতিদিন/আবু জাফর