রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ১৭ কেজি ১০০ গ্রাম ওজনের দুইটি আইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার ভোরে স্থানীয় জেলে নিমাই হলদারের জালে মাছ দুইটি ধরা পড়ে।
পরে মাছ দুইটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে আনোয়ার খানের আড়তে তোলা হয়। এসময় ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬০০ টাকায় মাছ দুইটি ক্রয় করেন।
শাহজাহান বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বড় মাছের জন্য আমাদের কাছে ফোন করে। সেই দিকটি বিবেচনা করে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে মাছ দুইটি দেখতে পেয়ে ২৫ হাজার ৬০০ টাকা দিয়ে ক্রয় করেন।
পরে ঢাকার এক শিল্পপতির কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় মাছ দুটি বিক্রি করেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই