মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১’ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান, ৯ বীর, বগুড়া সেনানিবাসের (মেকানাইজড) মেজর মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমীন প্রমুখ।
পরে অতিথিরা বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাওসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাচ্চু ডাক্তার স্টেডিয়াম থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দৌড়বিদরা জেলা শহরের প্রায় ৫ কিলোমিটার সড়ক ঘুরে জেলা পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। ম্যারাথন চলাকালে শহরের বিভিন্ন মোড় ও সড়কের পাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ ম্যারাথন দৌড়ে প্রায় ১০ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দৌড়ে নিবন্ধনকৃত অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী ৬০ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই