নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ২০২০-২১ অর্থবছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় এ শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮৮ জন শিক্ষার্থী এ শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তির চেক গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন