কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব হওয়া কন্যা সন্তানকে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ফেলে পালিয়েছেন মা। পরে শিশুটির কান্নার স্বরে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. এএসএম সায়েম জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
হাসপাতাল রেজিস্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন (৩৫) নামে এক গর্ভবতী মহিলা সন্তান প্রসব জনিত সমস্যায় ভূরুঙ্গামারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। এরপর শনিবার হাসপাতাল থেকে কোন ছাড়পত্র না নিয়েই সন্তানসহ তিনি পালিয়ে যান। প্রসবের পর তার নাম রাখেন সুবর্ণা। পরে হাসপাতালের পিছনের একটি বাঁশঝাড়ে শিশুটির কান্নার আওয়াজ শুনে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে আবারও হাসপাতালে ভর্তি করায়।
এলাকাবাসীর ধারনা, কন্যা সন্তান হওয়ায় অথবা অবৈধ সন্তান হওয়ার কারণে হয়তো এ অবস্থায় ফেলে রেখে মা পালিয়েছে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান বলেন, ঘটনা জানার পর ঠিকানা অনুযায়ী অনুসন্ধান চালিয়ে এ ধরনের কাউকে পাওয়া যায়নি। তবে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল