বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদয্পান মিডিয়া কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের মাঝে বিলিয়ে দিতে চাই।
বাংলার ইতিহাসে একজন নায়ক না। আরও নায়ক আছে। তাদের ইতিহাস ভুলে যাবেন না। একটি ঘটনার সময় অনেক জনের প্রয়োজন হয়। আজকে যা শুরু হয়েছে তা মনে হচ্ছে এদেশে স্বাধীনতার একজন মাত্র নায়ক ছিল। আর কেউ মুক্তিযুদ্ধ করেননি। জিয়াউর রহমান খেতাব নিয়ে রাজনীতি করা হচ্ছে। ইতিহাস বিকৃত করলে জনগণের কাঠগড়ায় এর বিচার হবে। ইতিহাস বিকৃত করবেন না।
আজ শনিবার দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদয্পান মিডিয়া কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. মাহবুবুর রহমান ও আবুস সালাম, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদয্পান মিডিয়া কমিটির সদস্য সচীব শামা ওবায়েদ, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারি অ্যাড. শামসুল আলম শিমুল বিশ্বাস, বিএফইউজের একাংশের সভাপতি এম আব্দুল্লাহ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদয্পান মিডিয়া কমিটির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
বিডি প্রতিদিন/আরাফাত