বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর সংলগ্ন কবি বাড়ি এলাকায় স্থানে কাভার্ড ভ্যান, ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আজিজুল সরদার (২২) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী পিতা-পুত্রসহ ৩ জন আহত হয়।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত আজিজ বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। গুরুতর আহত মোটরসাইকেল চালক ছয়গ্রাম স্কুল এন্ড কলেজের প্রভাষক টিপু ফরাজী, তার ছেলে জিশান ফরাজী এবং ট্রলির হেলপার রবিউল ফকিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব জানান, বরিশালগামী কাভার্ডভ্যানটি বাটাজোরের কবি বাড়ি এলাকা অতিক্রমকালে একটি মোটরসাইকেল সেটিকে ওভারটেক করছিলো। এসময় বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রলি মোটরসাইকেল চালক ও আরোহীকে বাঁচাতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক আজিজ নিহত এবং ওই তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের স্বজনের আবেদনের প্রেক্ষিতে আজিজের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান, ট্রলি ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত