আন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। প্রথমে রাষ্ট্র ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খান।
এরপর মেহেরপুর পুলিশ সুপার, মেহেরপুর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, শহর আওয়ামী লীগ, জেলা বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, মেহেরপুর রিপোর্টার্স ক্লাব, মেহেরপুর প্রেসক্লাব, অরণি থিয়েটারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাহিত্য সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার