মেহেরপুরে ২২তম বঙ্গবন্ধু কবিতা উৎসবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু কবিতা উৎসবে মেহেরপুর জেলা শাখার আহবায়ক কবি আমেনা খানম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কবিতা উৎসব কেন্দ্রীয় কমিটির আহবায়ক শাফিকুর রাহী। বঙ্গবন্ধু কবিতা উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় কবি সংসদ কমিটির উপদেষ্টা ছড়াকার এম আর মজনু।
প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু কবিতা উৎসবের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কবি তৈহিদুল ইসলাম কনক। স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল রানা।
বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, কবি সংসদ বাংলাদেশের সিনিয়র সহসভাপতি কবি আসাদ কাজল, কবি বাপ্পি সাহা, আজীবন সদস্য ছড়াকার মালেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ওয়ালি জসিম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
এসময় মেহেরপুর ও ঢাকার কবি ও কথাসাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার