করোনাকালে যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে শহীদ দিসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ খুশি রেলওয়ে মাঠের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় রাজাবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহম্মেদ সালেহীন, সরকার আব্দুল্লাহ আল মামুন, বাবু উপস্থিত ছিলেন।
একুশের প্রথম প্রহরে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। রাজবাড়ীর সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী রুমা শহীদ খুশি রেলওয়ে মাঠের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও, একুশের প্রথম প্রহরে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে রাজবাড়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ উজ জামান, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর নেতৃত্বে আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন শহীদ খুশি রেলওয়ে মাঠে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, গনেশ নারায়ন চৌধুরী, মো. হেদায়েত আলী সোহরাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
করোনাকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠের শহীদ মিনার ছাড়াও গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলাতে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির