ঢাকার ধামরাইয়ে পৌরসভা অফিসের পক্ষ থেকে করোনাভাইরাসের টিকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন মেলার আয়োজন করা হয়েছে।
রবিবার রেজিস্ট্রেশন মেলার শুভ উদ্বোধন করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। এসময় জেলা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফাত আরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, করোনা ভ্যাকসিন নিতে আগ্রহীরা দিনদিন কেন্দ্রে ভিড় করছেন। রেজিস্ট্রেশন করতে যাতে কেন্দ্রে ভিড় না হয় এবং সহজেই রেজিস্ট্রেশন করতে পারে তার জন্য এ মেলার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই