গাজীপুরের কালিয়াকৈরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল জয়, উপজেলার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমারত হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া প্রমূখ।
পরে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ