আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ সকাল থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করে কেপি বসু ব্লাড ডোনার ক্লাব।
এতে সকাল থেকেই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে আসা নানা শ্রেণী পেশার মানুষের রক্ত পরীক্ষা করা হয়। এতে সেবা প্রদান করেন ম্যাটসের ১৫ জন শিক্ষার্থী। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ২ শতাধিক মানুষের রক্ত পরীক্ষা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন