খুলনায় ক্যান্সার রোগের চিকিৎসায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার ও খুলনা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পে সকল ধরনের ক্যান্সার রোগের বিষয়ে পরামর্শ দেওয়া হবে।
খুলনার খালিশপুরে লাল হাসপাতালে রবিবার সকালে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত।
চিকিৎসা সেবার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। ক্যাম্পে রোগী দেখছেন ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ ডা. সুজয় কুমার বালা ও ডা. চন্দ্রানী মল্লিক। তারা ক্যান্সার রোগ বিষয়ে রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন।
এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শুভদ্বীপ ব্যানার্জী জানান, ক্যান্সার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই