মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজার এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় রাজু (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রাজু একই উপজেলার কাদিরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
রবিবার দুপুরে মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে মাগুরা-শ্রীপুর সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন রাজু। পথে রাজানগর বাজার এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলের ওপর বসে পাশের দোকান থেকে বোতলে করে জ্বালানি তেল কিনছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন