নাটোরের বাগাতিপাড়ায় একই রাতে দুই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘর, গবাদী পশু ও নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের পুরান কলাবাড়িয়া গ্রামে এবং বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাকফো গ্রামের পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুরান কলাবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক মিটারে শট সার্কিট হয়ে বাড়িতে আগুন লাগে। এতে তার তিনটি শোবার ঘর, একটি গোয়াল ঘর, নগদ দেড় লাখ টাকা পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
অপর দিকে রাত দেড়টার দিকে কাকফো এলাকার জিয়াড়কোল গ্রামের মনিরুলের বাড়িতে চুলার আগুন থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এতে গোয়াল ঘরসহ একটি গরু ও একটি ছাগল পুড়ে গেছে। দয়ারামপুর ফায়ার সার্ভিসের লিডার (হাবিলদার) নুরুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল