আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায়-দুস্থ ২৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফ। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নগরীর সিএন্ডবি রোডের সদর উপজেলা পরিষদ কার্যলয়ের সম্মুখে খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। অনুষ্ঠানে ২৫০ জন মানুষকে চাল, ডাল, তেল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নিউ লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফ ইবনে রফিক, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ ও বিসিসি'র সাবেক কাউন্সিলর এমরান চৌধুরী জামাল। এছাড়া নিউ লাইফের পরিচালক এনজামুল হক শুভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সংগঠনটি বরিশালে মাদক নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সেবার পাশাপাশি কারোনকালে সামাজিক ও মানবিক সাহায্য প্রদান করছে।
বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত