পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি (একাংশ) ইব্রাহিম ফারুক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের স্টেডিয়াম সংলগ্ন রিক্সাস্টান্ড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. মঈনুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজন একটু বেশী আহত। কোন পক্ষই অভিযোগ করেনি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল