তিন দিনের ছুটি এবং বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফে অনুষ্ঠিত উরস শরীফের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
আজ সোমবার সকাল পর্যন্ত সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার যাত্রীবাহী বাস এবং রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ৩ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করার কারণে পন্যবাহী ট্রাক পারাপার সাময়িক বন্ধ রয়েছে।
যাত্রীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর তিন দিনের ছুটি এবং ফরিদপুরে উরস অনুষ্ঠিত হবে এটি জেনে কর্তৃপক্ষের ফেরি বৃদ্ধি করা উচতি ছিলো কিন্তু কর্তৃপক্ষ ফেরি বৃদ্ধি করেনি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো আবু আব্দুল্লাহ রনি বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৯টি বড় ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল