মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভৈরব নদীতে ১ হাজার ৫০০ বর্গমিটার মাছ ধরার দোয়াড়ি আকৃতির চায়না গিটি জাল আটক করেছে উপজেলা মৎস্য অফিস।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দারিয়াপুর দক্ষিণপাড়া মসজিদের সামনে ভৈরব নদীতে পাতা অবস্থায় এ জাল আটক করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রকাশ্যে এ জালটি পুড়িয়ে নষ্ট করেন।
মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলা মৎস্য বিভাগের একটি দল ভৈরব নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় মুজিবনগর উপজেলার দারিয়াপুর দক্ষিণপাড়া মসজিদের সামনে ভৈরব নদীতে পাতা অবস্থায় এ জাল আটক করা হয়। তবে জালের মালিক না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত জালের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। দোয়াড়ি আকৃতির চায়না গিটি জাল এর আগে আমাদের এদিকে দেখা যায়নি। এটা আমাদের এদিকে সম্পূর্ণ নতুন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম জানান, উদ্ধারকৃত ১৫০০ বর্গমিটার জাল প্রকাশ্যে পুড়িয়ে নষ্ট করা হয়।
বিডি প্রতিদিন/এমআই