গাজীপুরের টঙ্গী থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা। রবিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি রসুলবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-টঙ্গী রসুলবাগ মোক্তার বাড়ি এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন রিপন (৩৫) ও বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোড়াগাছা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম (৪১)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা শেষে সোমবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মোক্তার বাড়ি এলাকায় কয়েকজন লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। পরে দুজনকে আটক করা হয়।
এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
বিডি প্রতিদিন/এমআই