কাদের মির্জার বিরুদ্ধে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সীমান্তে ফেনী-বসুরহাট সড়কের চাঁদপুর এলাকায় সড়ক অবরোধ করে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ফেনী জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মির্জা কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সস্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক নিজাম হাজারীসহ ফেনীর বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে আসছেন। তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। তাকে বসুরহাট থেকে ফেনীর সীমান্ত দিয়ে যাতায়াত করতে দেয়া হবে না। তার কারণে বসুরহাটে আজ চরম অশান্তি বিরাজ করছে।বক্তারা আরো বলেন, আল জাজিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আপনি কী তাদের এজেন্ট। কাদের মির্জা কী জাতীয় নেতা। তিনি নোয়াখালী নিয়ে কথা বলেন। কাদের মির্জা ফেনী নিয়ে ও পুরো দেশের নেতৃবৃন্দদের বিরুদ্ধে কেন কথা বলেন? তিনি ৯৬ সালে অটোপাসে বসুরহাট পৌরসভার চেয়ারম্যান হয়েছেন। এখন কিভাবে অটোপাসের কথা বলেন? নিজাম হাজরীর বিরুদ্ধে যদি আর একবার কথা বলে তার চোখ খুলে ফেলবো, হাত ভেঙ্গে ফেলবো। আজ আমরা ফেনীর সীমান্তে দাঁড়িয়ে কথা বলছি সামনে তার এলাকায় গিয়ে, তার বাড়িতে গিয়ে তাকে পেটানো হবে।
এসময় ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদ ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদা ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সুশেন শিলসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
আপনার মন্তব্য
পরবর্তী খবর