বগুড়ায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফোরকান (৩৫) এলাকায় মাটি ও বালু ব্যবসা করতেন। তিনি শহরের ফুলতলা পুকুরপাড় এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। সোমবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে ফুলতলা রাস্তার এই হামলার শিকার হন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান। নিহত ফোরকান হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৩ টার দিকে ফোরকান বাড়ি থেকে বেরিয়ে সামনের সড়ক ধরে ফুলতলা বাজারের দিকে আসছিল। এসময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
ফোরকানের ভাই ফয়সাল জানান, পূর্ব বিরোধের জের ধরেই তার ভাইয়ের ওপর হামলা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সোমবার বিকালে ফুলতলা এলাকায় হামলায় ফোরকান গুরুতর আহত হন। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। এ ঘটনায় তদন্ত অব্যহত রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।
বিডি প্রতিদিন/কালাম