গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে অস্ত্রসহ আবুল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, একটি নকল লাইসেন্স ও একটি এলিট ফোর্সের আইডি কার্ড উদ্ধার করা হয়।
তিনি ময়মনসিংহের কোতোয়ালী থানার গোহাইলকান্দি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি ব্যাংকের নিরাপত্তা কর্মী অবৈধ অস্ত্র নিয়ে ব্যাংকের সামনে দায়িত্ব পালন করছেন। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই নিরাপত্তা কর্মীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি ডুপ্লিকেট লাইসেন্স ও একটি এলিট ফোর্সের আইডি কার্ড উদ্ধার করা হয়।
এসময় ওই নিরাপত্তা কর্মী আগ্নেয়াস্ত্রের বৈধতার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে ওই নিরাপত্তা কর্মী পুলিশকে জানায়, তিনি ওই আগ্নেয়াস্ত্র ও গুলি অবসরপ্রাপ্ত এক সেনা নায়েক জাহের আলীর কাছ থেকে ভাড়া নেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানার এসআই মোরশেদ আলী মোল্লা বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর