গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে জিএমপি’র পূবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর একটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কড়মতলা এলাকায় ক্রিসেন্ট কেমিক্যাল কারখানা সংলগ্ন সড়কের পাশে মাটির নীচে চাপা দেওয়া এক ব্যক্তির হাত দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। লাল রংয়ের প্যান্ট এবং কালো ও বেগুনি রংয়ের গেঞ্জি পরিহিত নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার মুখে দাঁড়ি রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে মাটির নীচে চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আবু জাফর