গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় একটি যাত্রীবাহী লেগুনায় ছিনতাইকালে ৮ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-মায়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বাসস্টান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কাতলামাড়া এলাকার আবু-তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য লেগুনা পরিবহনের উঠার চেষ্টা করে। এসময় ৮/১০ জনের একদল নারী ছিনতাইকারী সালেহা বেগমকে গতিরোধ করে লেগুনায় উঠার কৌশল তৈরি করে সালেহা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে বিষয়টি বাসস্টান্ডের পথচারীরা আঁচ করতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে জয়দেবপুর থানার পুলিশ গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের সত্যতা পাওয়া যায়।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: মনিরুজ্জামান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ৮ নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটকৃতরা। ৮ নারী ছিনতাইকারীর নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওই পরিদর্শক।
বিডি প্রতিদিন/এ মজুমদার