শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে এসে মো. দুলু মিয়া (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। তার বাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুলু মিয়া গত কয়েক বছর ধরেই মানসিক ভারসাম্যহীনতা ভুগছিলেন। তারপর থেকেই তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। মঙ্গলবার দুপুরে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কে সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, লোকটি অসুস্থ ছিল। দুপুরে মধুটিলা ইকোপার্কের উঁচু টিলায় উঠার সময় স্বাভাবিক অবস্থায় মারা যায়। কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আ. করিম জানান, দুলু মিয়া নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুরের বাসিন্দা। পার্কের ধাপসিড়ির উঁচু থেকে হঠাৎ পড়ে গিয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
বিডি প্রতিদিন/এমআই