পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে পুষ্টিকর্নার। উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রাথমিক ভাবে এ পুষ্টিকর্নার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও আরডিআরএস
বাংলাদেশ, সূচনা কর্মসূচির সহযোগীতায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুষ্টি কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া।
সূচনা প্রকল্প বিশ্বনাথ এর পুষ্টি কর্মকর্তা হামিদা হকের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, স্কুলের শিক্ষার্থীরা যাতে পুষ্টি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারে, এ জন্যে প্রাথমিক ভাবে এনজিও সংস্থা ‘সূচনা’র সহযোগীতায় এ পুষ্টিকর্নার স্থাপন করা হবে। এ থেকে আশানুরূপ সুফল পাওয়া গেলে পর্যায়ক্রমে উপজেলার আরও ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পুষ্টিকর্নার স্থাপন করা হবে। এসব পুষ্টিকর্নারে থাকবে পুষ্টি সর্ম্পকিত বই, প্রচারপত্র, কিশোরীদের জন্যে আয়রন ট্যাবলেট, হাইজেনিং উপকরণ, হাত ধোয়ার উপকরণ ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা, সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মহিউদ্দিন আহমদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, স্থানীয় সরকার প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুস শীহদ হোসেন, হাজী মফিজ আলী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নেহারুন নেছা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, ব্রাক এর এরিয়া ম্যানেজার রাকিবুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ্র, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ ফয়েজ সেবুল।
বিডি প্রতিদিন/আল আমীন