২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:০০

কুড়িগ্রামে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের সদরের কাঁচা সড়কে চলাচলে ভোগান্তি দূরীকরণে তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসীরা। আজ শুক্রবার সকালে এ সড়কটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।

জেলা শহরের ধরলা ব্রীজ থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী কাঁচা রাস্তায় দীর্ঘদিন যাবত মানুষের চলাচলে দুর্ভোগ চরম আকার ধারন করেছে। ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে ওই এলাকাবাসীদের ব্যানারে অর্ধ-কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ৩ সহস্রাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন ঘোগাদহ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপ উদ্দিন মাস্টার, বিমল চন্দ্র,আব্দুল হক,ববিতা সিদ্দিকা, সাইদুল হাসান সাঈদ প্রমুখ। বক্তারা ওই ৫ কিলোমিটার এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করা সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান। মানববন্ধন শেষে তারা স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিকট স্মারকলিপি প্রদান করেন।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর