কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে শুভ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ পাকুন্দিয়া উপজেলার বিশুয়াটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলেরঘাট সেতুর কাছে জালুয়াপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শুভ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির