২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫১

বাবুগঞ্জে ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাবুগঞ্জে ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রি করায় জরিমানা

বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজারে অবৈধভাবে চিকিৎসা প্রদান এবং সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

শুক্রবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজারে ফার্মেসি ব্যবসার আড়ালে মোজাম্মেল হক নামে এক ব্যক্তি অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া তার ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় ফার্মেসি মালিক মোজাম্মেল হককে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর