২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪৬

ট্রাক চালককে গুলির ঘটনায় যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ট্রাক চালককে গুলির ঘটনায় যুবক আটক

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় সাচ্চু শেখ (৪০) নামের এক ট্রাকচালককে গুলি করার ঘটনা এক যুবকে আটক করা হয়েছে। পূর্ববিরোধের জের ধরে শনিবার বিকাল ৪টার দিকে দুই যুবক ওই চালকের ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ সাচ্চু শেখ শহরের মাঝের পাড়ার আরিফিন শেখের ছেলে। 

গুলি চালানোর এক ঘণ্টা পর পুলিশ ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মো. বাতেন নামের এক যুবককে আটক করেছে। তিনি বাসটার্মিনাল সংলগ্ন নূরনগর এলাকার বাসিন্দা। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি-তদন্ত লুৎফুল কবীর জানান, কয়েকদিন থেকে আহত সাচ্চু শেখের সাথে শহরের বাস টার্মিনাল এলাকায় কয়েক যুবকের বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সাচ্চুকে লক্ষ করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান দুই যুবক

তিনি জানান, ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ বাতেন নামের এক যুবককে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান জানান, সাচ্চু শেখ পেটের বামপাশে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা মোটামুটি। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হতে পারে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  
 

 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর