২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৮

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঘড়বাড়ি ছাড়া অসহায় পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে জেলা শহরের তাঁতীপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদদিকদের সাথে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলার শিকার হওয়া পরিবারের পক্ষে মাসুমা সুলতানা রত্ন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি শহরের এসিল্যান্ড বস্তি এলাকায় জমি বিরোধের জেরে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে পরিবারের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আবারো সন্ত্রাসীরা হামলা চালায়। 

প্রকৃত ঘটনা উদঘাটন করে জনসম্মুখে তুলে ধরার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে সন্ত্রাসী হামলার বিচার ও নিরাপত্তার দাবি করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর