ব্যাংকিং এ গ্রাহকদের আগ্রহ ও গ্রাহকদের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের ১৩০তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ বুথের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দিন, রংপুর বিভাগীয় জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. রশিদুল ইসলাম, কুড়িগ্রাম ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনকালে কুড়িগ্রাম শাখা গ্রাহক সেবা বাড়ানোর লক্ষ্যে স্বল্পতম সময়ে দুইটি বুথ চালু করায় গ্রাহকগণ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়। সেইসাথে সংশ্লিষ্টরা সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আতাউর রহমান প্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন