৬ মার্চ, ২০২১ ২১:৪৮

শিল্পকলায় ভোটের আধিকার প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীর অবস্থান

মেহেরপুর প্রতিনিধি:

শিল্পকলায় ভোটের আধিকার প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীর অবস্থান

গোপনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কিছু সদস্যের সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণে বিশেষ সুবিধা প্রাপ্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিশান সাবের। তিনি অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন থিয়েটরের সভাপতি।

আজ বিকাল ৫ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিশান সাবের বলেন,  গত ২৫ ফেব্রুয়ারি  একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে  নির্বাচনের পূনঃতফসিল ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হলো  প্রথম তফসিল কবে ঘোষণা করা হয়েছিলো। করোনা সংকটকালীন সময়ে যখন শিল্পকলার সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ তখন বিশেষ গোপনে একেবারে কু-কৌশলের আশ্রয় নিয়ে গঠনতন্ত্রের দোহাই দিয়ে মাত্র ২শ ২০ সদস্যর তালিকা প্রকাশ করা হলো। প্রায় ৯ শতাধিক সাংস্কৃতিক স্বজন সাংস্কৃতিক চর্চার প্রধান কেন্দ্র শিল্পকলার সদস্য পদ নবায়ন করার কোন সুযোগ পেলোনা। জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রাপ্ত শিল্পিরাও নিজেদের সদস্যপদ  নবায়নের কোন সুযোগ পাননি। শিল্পকলার পদ ব্যবহার করে বিশেষ সুবিধা নেওয়ার জন্যই কি নির্বাচন না করে পদ দখলের রাখার অভিপ্রায় থেকে এ কুটকৌশল ও শিল্পকলা বিরোধী অশুভ তৎপরতা বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৮ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে গঠনতন্ত্র না মেনে ২৫ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত সদস্য হয়েছিল ১১শ ৩৭ জন। শিল্পকলার আয় তহবিলে জমা হয় ৭ লক্ষাধিক টাকা।   

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে আরো বক্তব্য দেন লালন একাডেমির সভাপতি নাজির হোসেন নাদীম ও সাংস্কৃতিক কর্মী আতিক স্বপন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর