৬ মার্চ, ২০২১ ২২:৪৪

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে লাকসামে ম্যারাথন দৌঁড়

লাকসাম প্রতিনিধি:

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে লাকসামে ম্যারাথন দৌঁড়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ও ৪৪ পদাতিক বিগ্রেড কুমিল্লার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে ২৪টি নির্ধারিত স্থান (৫ কি. মি.) অতিক্রম শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে বিভিন্ন পুরস্কার ও পরবর্তী ৩০ জনকে পদক প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, ৪৪ পদাতিক বিগ্রেড কুমিল্লার কমান্ডিং অফিসার লে. মোরসাতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহব্বত আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. রফিকুল ইসলাম হিরা, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, লাকসাম পূর্ব ইউপি আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম মজুমদার, কাউন্সিলর আবদুল আজিজ, মনসুর আহমেদ মুন্সি, আবু সায়েদ বাচ্চু, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, স্কাউট, আনসার, পুলিশ ও সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর