৭ মার্চ, ২০২১ ২১:০০

লক্ষ্মীপুরে নানা আয়োজনে ৭ মার্চ পালন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নানা আয়োজনে ৭ মার্চ পালন

লক্ষ্মীপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আনন্দ উৎসব, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ মার্চ) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন, রাহনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। 

সকালে ৭ মার্চ উপলক্ষে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দিনভর সদর উপজেলা পরিষদ হলরুমে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন উপভোগ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এদিকে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলার ৫টি থানায় ৭ মার্চ উদযাপনের পাশাপাশি বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আনন্দ উৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের তাৎপর্য ও শেখ হাসিনার নেতৃত্বকে সাধারন মানুষের কাছে তুলে ধরে বক্তব্য রাখেন।

 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর