৭ মার্চ, ২০২১ ২২:৪৬

টঙ্গীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

টঙ্গী প্রতিনিধি:

টঙ্গীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার উদ্যোগে আজ রবিবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনগাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান। 

উপ-পুলিশকমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশের সভাপতিত্বে ও এসআই রাজীব হাসানেরসঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি উপ-পুলিশ কমিশনার আহসানুল হক, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। 
অপরদিকে টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে থানার অফিসার ইনচার্জ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন এসআই নজমুল হাসান, সোহরাব হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর