বরগুনায় আন্তজার্তিক নারী দিবসে এক সমাবেশের আয়োজন করা হয়। বরগুনা জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর, মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্লান ইন্টারন্যাশনাল, এডাবসহ বিভিন্ন সংগঠন সমাবেশে অংশ গ্রহন করেন।
আজ সোমবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাসুমা আক্তার, মহিলা পরিষদের সভাপতি, নাজমা বেগম, মুক্তিযোদ্ধা আঃ রশিদ, আঃ মোতালেব মৃধা, পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টারের এস আই জান্নাতি আক্তার, সাংবাদিক চিত্ত রন্জন শীল, মনির হোসেন কামাল, নারী নেত্রী সুইটি আক্তার, কাজল রানী দাস, এনসিটিএফ সদস্য তানজিলা জাহান শিফা, উম্মে হাবিবা রুপা।
আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ভূমিকা রাখায় ৮ কিশোরীকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত