সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পাতিল হয়েছে। মঙ্গলবার সকালে পৌরমিলেনিয়াম মার্কেটের সামনে জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের প্রতিনিধি খান মো. জহুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাবের সহসভাপতি সঞ্জীব কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রেজা শিশিরসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
বিডি প্রতিদিন/আল আমীন