ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদ হত্যার বিচারের দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহরের ১ নম্বর রেল গেট থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল গেটে এসে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও বাসদ জেলা সমন্বয়ক কমরেড গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা দাবি করেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং লেখক মুশতাকের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই