বরিশালের সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া বাজার সংলগ্ন সারসী এলাকায় সরকারি খালের একাংশ অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। রিপন হোসেন ও আজাহার বেপারী নামে দুইজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ওই পাকা ভবন নির্মাণ করছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানায়, স্থানীয় রিপন হোসেন ও আজাহার বেপারী সরকারি প্রবাহমান খালের একাংশ অবৈধভাবে দখল করে সম্প্রতি পাকা ভবন নির্মাণ শুরু করে। এতে খালের পানি প্রবাহ ব্যহত হওয়ার আশংকা রয়েছে। সরকারি খাল দখলে স্থানীয় লোকজন বাধা দিলে তাদের হুমকি দেয় তারা।
লাকুটিয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুমন মীর জানান, তিনি ওই দুই ব্যক্তিকে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণে বাধা দিয়েছেন। কিন্তু তারা তার বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিপন হাওলাদার। ওই জমি তার নিজের বলে দাবি করেন তিনি।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, শত বছরের সরকারি খাল অবৈধভাবে কোনো ব্যক্তি দখল করতে পারবে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থার নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার