মেহেরপুর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই আসামিকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ হকছেদ আলী ও জাহিদ হাসান।
মঙ্গলবার (৯ মার্চ) রাতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক মামলার পালাতক আসামী মোঃ হকছেদ আলীকে আটক করে। আকছেদ আলী গাংনী উপজেলার তেতুলবাড়ীয়া গ্রামের হায়দার আলীর ছেলে। তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে।
অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর ডিবি পুলিশেরর এসআই অজয় কুমারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদক মামলার পলাতক আসামি জাহিদ হাসানকে আটক করে। জাহিদ হাসান মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় পাড়ার মোসলেম আলীর ছেলে। জাহিদুলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ