নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় রাত থেকে এখন পর্যন্ত ২৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মীর জাহিদুল হক। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সকাল থেকে বসুরহাট বাজার সংলগ্ন এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারে সব দোকানপাট বন্ধ রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক র্যাব-পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল