বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পুরুষ ও নারী ব্রহ্মপুত্র জোনের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর পুলিশ প্রশাসন এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রমুখ। এর আগে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতায় জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার পুরুষ ও নারী খেলোয়াড়েরা কাবাডি প্রতিযোগিতায় অংশ নিবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর